সারা বাংলা

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নসিমনচালক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুজন শেখ (২২) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চিতাঘাটা নামক রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। 

নিহত সুজন শেখ গুনবহা গ্রামের মুঞ্জু শেখের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রেলক্রসিংটি অরক্ষিত। এখানে কোনো গেটম্যান নেই। সুজন শেখ বোয়ালমারী বাজার থেকে নসিমনে রড-সিমেন্ট বোঝাই করে চতুল-ধুলপুকুরিয়া এলাকায় যাচ্ছিলেন। সকালে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি চিতাঘাটা রেলক্রসিংয়ে নসিমনটিকে ধাক্কা দেয়। এ সময় নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সুজন মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”