সারা বাংলা

হবিগঞ্জে ছাত্রলীগ নেতা আটক

হবিগঞ্জে ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগের হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে (৩০) ধরে পুলিশে দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের কলাপাতা রেস্টুরেন্টের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিবের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তাকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

জাকির হোসেন বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। জাকির বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মোশাহিদ মিয়ার করা মামলার ২৪ নম্বর আসামি। 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাকির হোসেন হবিগঞ্জ সদর থানায় দায়ের করা ৮ নম্বর মামলার এজাহারের ২৪ নম্বর আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।