ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯) আপ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়লেও অন্য কোনো ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
মুকুন্দপুর স্টেশন মাষ্টার পরশ আলী শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজমপুর স্টেশন থেকে ছাড়লে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ইঞ্জিন বিকল অবস্থায় ধীরে ধীরে ৩০ মিনিট ধরে সকাল ১০টায় মুকুন্দপুর স্টেশনে এসে পৌছায়।”
তিনি আরো বলেন, “দেড় ঘণ্টা স্টেশনে দাঁড়ানো অবস্থায় আখাউড়া জংশন থেকে নতুন ইঞ্জিন লাগিয়ে সকাল ১০টা ২৭ মিনিটের দিকে সিলেট অভিমুখে ছেড়ে যায়। এ সময় ট্রেন চলাচলে কোনো বিগ্ন ঘটেনি।”