বরিশালে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রুনা লায়লা সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-কমিশনার রুনা লায়লা সাংবাদিকদের জানান, গত ৯ জানুয়ারি সদর উপজেলার হবিনগর এলাকা থেকে এক তরুণী নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা কাউনিয়া থানায় মামলা করেন। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান নিশ্চিত করার জন্য চেষ্টা করে। এরই অংশ হিসেবে বুধবার (১৫ জানুয়ারি) নগরীর ৬নং ওয়ার্ড থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তার কাছ থেকে পাওয়া তথ্যমতে মধ্যরাতে ৩ পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, সুইটি, জুথি বেগম ও আল আমীন। ওই তরুণীকে বিদেশে পাচারের উদ্দেশ্যে ফুসলিয়ে নিয়ে এসেছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।