সারা বাংলা

কুমিল্লায় ৮ হাজার কেজি পলিথিন জব্দ

কুমিল্লায় ৮ হাজার কেজি পলিথিন জব্দ

কুমিল্লার আদর্শ সদরে অভিযান চালিয়ে আনুমানিক ৮ হাজার কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ জানুয়ারি) কোতোয়ালি মডেল থানার সামনে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। 

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম৷ এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ এবং কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব।