সারা বাংলা

কার্যকর প্রেস কাউন্সিল গঠন করা হবে: কামাল আহমেদ

কার্যকর প্রেস কাউন্সিল গঠন করা হবে: কামাল আহমেদ

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, “গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ ও সমৃদ্ধ করতে একটি কার্যকর প্রেস কাউন্সিল গঠন করা হবে। বর্তমান প্রেস কাউন্সিল পত্রিকা বন্ধের মতো বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল, যা পরিবর্তন করে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

রবিবার (১৯ জানুয়ারি) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

কামাল আহমেদ বলেন, “শক্তিশালী ও কার্যকর প্রেস কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবাদিক, পাঠক, শ্রোতা ও সাধারণ মানুষের অধিকার রক্ষা করা হবে। কেউ যদি সংবাদ প্রকাশের কারণে হয়রানির শিকার হন, তাহলে প্রেস কাউন্সিল থেকে প্রতিকার পাওয়ার ব্যবস্থা থাকবে।”

তিনি আরো বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে প্রেস কাউন্সিল বিভিন্ন নামে পরিচিত। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এটির নামকরণ এবং কাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি অনেকেই স্থায়ী মিডিয়া কমিশন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন, যা নিয়ে কমিশন চিন্তাভাবনা করছে।”

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি কার্যকর প্রেস কাউন্সিল গঠন সময়ের দাবি উল্লেখ করে কামাল আহমেদ বলেন, “এটি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার সুরক্ষায় ভূমিকা রাখবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।