সারা বাংলা

খুলনায় ট্রাকচাপায় যুবকের মৃত্যু

খুলনায় ট্রাকচাপায় যুবকের মৃত্যু

খুলনায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় তারেক রেজওয়ান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে রূপসা ব্রিজের নিচে আছিয়া সি ফুডের সামনে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া রেজওয়ান নগরীর টুটপাড়া এলাকার আজাদ শেখের ছেলে।

লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, ‍“রূপসা ব্রিজের নিচ থেকে রেজওয়ান মোটরসাইকেলে করে পুটিমারীর দিকে যাচ্ছিলেন। আছিয়া সি ফুডসের সামনে বালুভর্তি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় সড়কে পড়ে মারা যান রেজওয়ান। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।”