সারা বাংলা

খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল 

খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল 

আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা সদরের চেঙ্গি স্কয়ার থেকে মিছিলটি বের হয়। সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মশাল মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অপূর্ব ত্রিপুরা, মো. জাহিদ হাসান, আদনান আমিন বাবু, আল আমিন, রাকিব মনি ইফতি।

সমাবেশে ছাত্র প্রতিনিধিরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের বিচার করতে হবে। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো জেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।