পাবনার সুজানগরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথবাহিনীর সদস্যরা। সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
ছিনিয়ে নেওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম আবদুল ওহাব। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা একটি মামলার আসামি তিনি।
ওসি বলেন, ‘‘পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে সোমবার সকালে মামলা করেছেন। এর আগে, গত রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে ভিডিও ফুটেজে যাদের দেখা যাবে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’’
এর আগে, রবিবার বিকেলে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে ওহাবকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়।