কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে ৪০০ বস্তা ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলমপুরে ঘটনাটি ঘটে। চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, গতকাল শনিবার ট্রাকটি ডিলারের সার নিয়ে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। রাত ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুর পৌঁছালে ঘন কুয়াশার কারণে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে পড়ে।
ট্রাকের মালিক জাফর ইকবাল বলেন, “ঘনকুয়াশার কারণে ট্রাকটি খালে পড়েছে।”
ওসি সৈয়দ আল মামুন বলেন, “ট্রাকটি ডিলারের সার নিয়ে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। দুর্ঘটনায় কেউ আহত হননি। ট্রাকটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।”