সারা বাংলা

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক শাতিল

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক শাতিল

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশিদ। 

তিনি পেয়েছেন ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সো‌হেল খা‌লিদ মো. সাঈদ পেয়েছেন ১০৮ ভোট। 

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এস,এম শা‌তিল মাহমুদ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৯৯ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট খ.ম আরিফুল ইসলাম (রিপন) পেয়েছেন ১৬৭ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফারুক আজম মৃধা (১৭৯ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুর রহমান পেয়েছেন ১২৮ ভোট। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ৯টার দিকে আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন চেয়ারম্যান অ্যাডভোকেট কে,এম আব্দুর রউফ এ ফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট মোস্তফা সামসুজ্জামান ও অ্যাডভোকেট আল মুজা‌হিদ হো‌সেন মিঠু। এর আগে সকাল সা‌ড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সা‌ড়ে ৩টায়। 

নির্বাচন কমিশন থেকে জানা যায়, এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩০ জন ভোটার তাদের ভোটা‌ধিকার প্রয়োগ করেন।