মাগুরার মহম্মদপুর উপজেলায় নির্মীয়মান সড়কের রোলারের নিচে চাপা পড়ে তাসরিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) উপজেলায় রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রোলারের নিচে চাপা পড়ার পর মাগুরা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেলে তার মৃত্যু হয়।
নিহত তাসরিম নিত্যানন্দপুর গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল্লাহ সরদারের বাড়ির সাথেই রাস্তার নির্মাণ কাজ চলছিল। শিশুটি রাস্তায় এসে চলন্ত রোলারের নিচে পড়ে কোমর পর্যন্ত থেঁতলে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।