মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার ব্যানারে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকেরা। রবিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
এ সময় শিক্ষক নেতারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, ‘‘শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য পাহাড় সমান। এ বৈষম্য দূরীকরণের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করে আসছি। আমরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১০ দফা দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছে। আমরা আশা করছি, আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ করবেন।’’
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আকমল হোসেন, রাজৈর উপজেলার সভাপতি মাহবুব শিকদার, কালকিনি উপজেলার সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, ডাসার উপজেলার সভাপতি সৈয়দা ইসরাত ইমাম ও সদর উপজেলার সাধারণ সম্পাদক নূর ইসলাম।