সারা বাংলা

চব্বিশের গণঅভ্যুত্থানকে একক সম্পত্তি বানানোর চেষ্টা চলছে

চব্বিশের গণঅভ্যুত্থানকে একক সম্পত্তি বানানোর চেষ্টা চলছে

গত সাড়ে ১৫ বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে একপেশে করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ একক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। আমরা চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেইরকম একটা প্রবণতা লক্ষ্য করছি।”

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, “গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণিগোষ্ঠীতে আবদ্ধ হয়েছে।”

তিনি আরো বলেন, “আপনারা দেখবেন, নতুন রাজনৈতিক দলের অভিষেক অনুষ্ঠান ও তাদের যে ইফতার পার্টি হয়েছিল, সেখানে গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধ ও শহীদ আবু সাঈদের নাম বারবার বলা হয়েছে। শহীদ ওয়াসিমের নামটি বাদ দেওয়া হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। কারণ তিনি ছাত্রদলের নেতা ছিলেন।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করে যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, তারাও চব্বিশের গণঅভ্যুত্থানের যে ইতিহাস সেটিকে বিনষ্ট করছে। যেভাবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ ইতিহাসকে একপেশে করেছিল।” 

নাছির উদ্দীন নাছির বলেন, “আমরা আজকের এই দিনে মনে করছি, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যেমন সবার জানা উচিত, একইভাবে চব্বিশের গণঅভ্যুত্থানের যে প্লট, যে ঘটনাগুলো সেগুলোও দেশবাসীকে জানানো উচিৎ। সেই ঘটনা কোনোভাবেই একপেশে হওয়া উচিৎ নয়।”