সারা বাংলা

খাগড়াছড়িতে যুবককে গুলি করে হত্যার অভিযোগ

খাগড়াছড়ির পানছড়িতে অমর জীবন চাকমা (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৮দিকে উপজেলার শ্রীকুন্তি মা ছড়া এলাকার রত্নসেন পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত অমর জীবন চাকমা ওই পাড়ার সত্যপ্রিয় চাকমার ছেলে। তবে, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনেছি। খোঁজ খবর নিয়ে লাশ উদ্ধারের চেষ্টা চলছে।’’