ক্যাম্পাস

সাদাত হোসাইনের ‘তোমার নামে সন্ধ্যা নামে’ 

বর্তমান প্রজন্মের তরুণদের কাছে সাদাত হোসাইন খুবই জনপ্রিয় একটি নাম। একের পর এক দারুণ সব বই লিখে তরুণ সমাজে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। 

গত অক্টোবরে সাদাত হোসাইনের রেজা সিরিজের দ্বিতীয় বই ‘শেষ অধ্যায় নেই’ প্রকাশিত হয়। সেই অধ্যায় শেষ হতে না হতেই পাঠকদের জন্য নতুন আরেকটি চমক নিয়ে এসেছেন এই লেখক। এবারের চমকটির নাম ‘তোমার নামে সন্ধ্যা নামে’।  

সাদাত হোসাইনের জন্ম মাদারীপুরের কালকিনি গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন খেয়া ঘাটের মাঝি হবেন আর নিজের নামটা ছাপার অক্ষরে দেখবেন। তাই লেখালেখি শুরু করেন। 

২০১৫ সালে প্রথম উপন্যাস ‘আরশিনগর’ প্রকাশিত হলে বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। প্রতি বছরই অমর একুশে বইমেলায় বেস্ট সেলার বইগুলোর তালিকায় থাকে এ লেখক রচিত কোনো না কোনো বইয়ের নাম। মরণোত্তম, অন্দরমহল, মেঘেদের দিন, তোমাকে দেখার অসুখ, নির্বাসন ইত্যাদি বইগুলো বেশ জনপ্রিয়। 

‘তোমার নামে সন্ধ্যা নামে’ একটি রোমান্টিক ধারার উপন্যাস৷ যার কেন্দ্রীয় চরিত্র নদী ও সজল। একটি নাটকের রিহার্সালের সময় তাদের পরিচয় হয়। নদীর অভিনয় খারাপ বলে মন্তব্য করে সজল। এতে রেগে গিয়ে কয়েক দিন রিহার্সালে আসেনি নদী। একদিন সে লক্ষ করে তার বাসার সামনে তারই একটি সুন্দর আঁকা ছবি কে যেন রেখে গেছে। এভাবে পরপর চারদিন নিজের নতুন নতুন ছবি দেখতে পায় নদী। ছবিগুলোতে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাকে। 

ছবিগুলো আসলে এঁকেছেন সজল। হঠাৎ করেই একদিন ছবি দেওয়া বন্ধ হয়ে যায়, তাই খানিকটা অস্থির হয় নদী। এক পর্যায়ে মেসেজের মাধ্যমে তাদের দুজনের কথা হয়। পরে নদী আবার রিহার্সালে যায়। সেদিন রিহার্সালের পর নদীর সঙ্গে কথা বলতে আসে সজল। এভাবে তাদের মধ্যকার সমস্যা দূর হয়। একপর্যায়ে তারা একসঙ্গে ঘুরতে যায়। তারপর তাদের মধ্যে একটি সম্পর্ক হয়। এভাবেই এগিয়ে যায় গল্প। 

বর্তমানে রকমারিতে বইটির প্রি-অর্ডার চলছে। প্রি-অর্ডার শুরু হওয়ার পর থেকেই ব্যাপক হারে বেড়ে চলছে বইটির চাহিদা। সবচেয়ে মজার কথা হলো বইটির প্রচ্ছদ হয়েছে চারটি ভিন্ন রঙে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে এইবারই প্রথম। সম্প্রতি বইটি নিয়ে ফেসবুক লাইভে এসেছিলেন সাদাত হোসাইন। এসময় বইটির বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি বইটি নিয়ে পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। নতুন এই বইটি নিয়ে পাঠকের এত আগ্রহে বেশ উচ্ছ্বসিত সাদাত হোসাইন।

বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ প্রকাশনী। বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন মাসুম রহমান। চারটি ভিন্ন রঙে ডিজাইন করা প্রচ্ছদে দেখা যায় বৃষ্টিভেজা একটা সময়ের চিত্র। ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ছে, বৈদ্যুতিক তারের উপর বসে আছে কয়েকটি পাখি, আর লাল রঙের একটি ছাতা মাথায় করে হেঁটে যাচ্ছে দুজন তরুণ-তরুণী। বইটির মূল্য ৩৭৫ টাকা, রকমারি থেকে অনলাইনে পছন্দমতো রঙের বইটি অর্ডার করা যাবে। 

লেখক: শিক্ষার্থী, রসায়ন বিভাগ, সরকারি তিতুমীর কলেজ। 

ঢাকা/মাহি