ক্যাম্পাস

ঢাকা কলেজের অধ্যক্ষ হলেন সেলিম উল্লাহ খোন্দকার

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের ৭৪তম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার৷ 

বুধবার (৩ ফেব্রুয়ারি) কলেজ সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে ২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়৷

নব নিযুক্ত অধ্যক্ষ বলেন, ঢাকা কলেজ দেশের সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠান৷ আমি এর আগে এই কলেজে শিক্ষকতা করেছি৷ এমন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় এক গুরু দায়িত্ব নিতে যাচ্ছি৷ কলেজটির ঐতিহ্য ফিরিয়ে আনবো, এছাড়াও একাডেমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো৷ 

প্রফেসর সেলিম ৮ম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা৷ এর আগে তিনি বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সভাপতি ছিলেন৷ ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার আগে তিনি কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন৷