২০২১-২২ অর্থবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫৭ কোটি ১ লাখ টাকার বাজেট পাস হয়েছে।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ৮০তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়।
এবারের বাজেটে গবেষণা খাতে গত বছরের তুলনায় ২৫ শতাংশ বরাদ্ধ বৃদ্ধি করা হয়েছে এবং প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য বৃত্তি, মেধা বৃত্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে।
সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এর আগে গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪৮তম সভায় এ প্রস্তাবিত বাজেটের সুপারিশ করা হয়।
২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ৫১ কোটি ৮৩ লাখ এবং ২০২১-২২ অর্থ বছরের মূল বাজেট ৫৭ কোটি ১ লাখ টাকা অনুমোদন করা হয়। আগের বছরের তুলনায় এঅর্থ বছরের বাজেট দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এবারের বাজেটে শিক্ষার মান উন্নয়ন, গবেষণা জ্ঞান বৃদ্ধি ও মুক্ত চিন্তার বিকাশের ক্ষেত্রে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া, গত অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থ বছরে সেমিনার ও কনফারেন্স খাতে ৬০ শতাংশ, ফিল্ড ওয়ার্ক ও শিক্ষা সফর খাতে ৫০ শতাংশ, গবেষণা খাতে ২৫ শতাংশ বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সম্পূর্ণ নতুনভাবে শিক্ষার্থীদের জন্য বৃত্তি, মেধা বৃত্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে।