ক্যাম্পাস

দ্বিতীয় মেয়াদে শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দ্বিতীয়বারের মতো ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চলতি মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পুনরায় নিয়োগ পেয়েছেন। তার প্রথম মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই তিনি এই দায়িত্ব শুরু করবেন।

২০১৭ সালের ১৭ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।