২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার স্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
শনিবার (২১ আগস্ট) গ্রেনেড হামলার স্থানে (বঙ্গবন্ধু এভিনিউ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রক্টর ড. মোস্তফা কামাল।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামালসহ সহকারী প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের সময় গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, আজ ২১আগষ্ট। একটি ভয়াল দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) বেঁচে গেলেও নিহত হন মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ ২৪ জন। গুরুতর আহত হন অসংখ্য নেতাকর্মী।