কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অফিস উদ্বোধন ও রিপোর্টার্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে৷
রোববার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী অফিস উদ্বোধন করেন। এসময় রিপোর্টার্স অ্যাওয়ার্ড এবং ফটো কনটেস্টে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তানভীর সাবিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাসের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির ও ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্রপরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. হাবিবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, বঙ্গবন্ধু পরিষদের নেতা, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ শাখার নেতা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএ টিভির জেলা প্রতিনিধি আবু মুসা, আরটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, যমুনা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মারুফ আহমেদ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি অমিত মজুমদার, বিজনেস স্ট্যান্ডার্ডের জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল।
উপাচার্য বলেন, তোমরা অবশ্যই ন্যায়ের পক্ষে থাকবে। কেননা ইয়াং এইজে যদি সত্য বলার অভ্যাস করতে না পারো, আমাদের বয়সে এসে তা আর সম্ভব নয়। মনে রাখবা, মাসল আর গায়ের জোরে কখনো কোনো কিছু আদায় করা যায় না। বর্তমান প্রশাসন অনেক আন্তরিক, তোমাদের যে কোনো যৌক্তিক চাওয়া আমরা অগ্রাধিকারের ভিত্তিতে দিতে বাধ্য।