ক্যাম্পাস

চিকিৎসক ও ওষুধ সংকটে যবিপ্রবির মেডিক্যাল সেন্টার

নানা সমস্যায় জর্জরিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডা. এম আর খান মেডিক্যাল সেন্টার। এখানে নেই পর্যাপ্ত জরুরি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম কিংবা চিকিৎসক।  

জানা জায়, বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর জন্য রয়েছে মাত্র চারজন ডাক্তার। তাদের মধ্যে প্রধান মেডিকেল অফিসার ডা. দীপক কুমার মন্ডল ও ডা. নুরজাহান দুজনেই অনেকদিন যাবত ছুটিতে রয়েছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলছেন, চিকিৎসা সেবা নিতে গিয়ে আমরা প্রতিনিয়ত বিপাকে পড়ছি। চিকিৎসকের অভাবে পাচ্ছি না প্রয়োজনীয় সেবা। সবসময় ডাক্তার পাওয়া যায় না। প্রেসক্রিপশনে লেখা ওষুধের কয়েকটি দিয়ে বাকিগুলো বাইরে থেকে কিনে নিতে বলা হয়।

এবিষয়ে শিক্ষার্থী আক্তারুল ইসলাম বলেন, ‘মেডিক্যাল সেন্টারে ডাক্তার দেখানোর পর আমাকে পাঁচ ধরনের ওষুধ সাতদিনের জন্য লিখা দেন। সেন্টার থেকে মাত্র দুই ধরনের ওষুধ দেয় আমাকে, বাকিগুলো নেই বলা হয়।’ 

সেন্টারের প্রধান মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নুসরাত জামান বলেন, ‘আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। এক্ষেত্রে আমার অনেক সীমাবদ্ধতা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাকে শুধু রুটিন দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে কিন্তু অর্থনৈতিক কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এখানে ওষুধ এবং চিকিৎসকের সংকট রয়েছে এটা সত্য। আমরা আমাদের পক্ষে যতটুকু দেওয়া সম্ভব, ততটুকু দেওয়ার চেষ্টা করছি। ইতোমধ্যে ওষুধের সংকট সমাধানের জন্য নতুন করে প্রায় ৩ লাখ টাকার ওষুধ সরবারহ করার ব্যবস্থা করেছি। আশা করি খুব দ্রুত সেগুলো হাতে পাবো।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসান আল ইমরান বলেন, ‘যবিপ্রবির মেডিক্যাল সেন্টারে ওষুধ সংকটের বিষয়ে আমরা অবগত আছি। সেন্টারের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তারপরও উপাচার্য মহোদয় দেশে আসলে আমরা এ বিষয়ে তার সঙ্গে কথা বলবো।’