ক্যাম্পাস

চবির শাটল ট্রেন চলাচলে অচলাবস্থা, শিক্ষার্থীদের দুর্ভোগ

শাটল ট্রেনের ছাদে বসে ক্যাম্পাসে ফেরার সময় গাছের ধাক্কায় ১৫ ছাত্র আহত হওয়ার ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ছাত্র আহতের ঘটনার পর ঘটনার প্রতিবাদে গত ৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে উপাচার্যের বাসভবন ও বাসসহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে ঘটনার পর থেকেই ক্যাম্পাসে শাটল ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। রেলওয়ে বলছে, নিরাপত্তাহীনতার কারণে শাটল ট্রেন চালানো হচ্ছে না। এদিকে শাটল না চলায় চট্টগ্রাম নগরী থেকে ক্যাম্পাসে যাতায়াতকারী হাজার হাজার ছাত্র-ছাত্রী চরম দুর্ভোগে পড়েছে। 

শাটল না চলার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গত ৭ সেপ্টেম্বর রাতে গাছে ধাক্কায় ছাত্র আহত হওয়ার ঘটনার পর বিক্ষুদ্ধ ছাত্ররা ট্রেনের লকোমাস্টারকে (ট্রেন চালক) লাঞ্ছিত করেছে। এমন পরিস্থিতিতে ট্রেন চালাতে লোকোমাস্টাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে গত দুই দিন ধরে শাটল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর নিরাপত্তা সুনিশ্চিত হলে শাটল ট্রেন চলাচল শুরু হবে। 

এদিকে শনিবার (৯ সেপ্টেম্বর) মধ্যেই এর সমাধান না হলে রোববারও শাটল ট্রেন বন্ধ থাকবে বলে রেলওয়ের সূত্র জানিয়েছে।