ক্যাম্পাস

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের নতুন কমিটি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২০২৩-২৪ মেয়াদের এই কার্যনির্বাহী কমিটিতে আরিফুল ইসলাম আরমান সভাপতি ও অরিত্র অংকন মিত্র সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত অ্যালামনাই নাইটে ১১ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মোশরেফ, যুগ্ম সম্পাদক এম দিদারুল করিম সিকদার, অর্থ সম্পাদক প্রমা সঞ্চিতা অত্রি, সাংগঠনিক সম্পাদক দাউদ রশিদ, প্রচার সম্পাদক ইশারা পারভীন।

এছাড়া নির্বাহী সদস্য পদে মাজহারুল ইসলাম মুন্না, এএসএম সাদ, আলফি শাহরীন, সাদমান আজাদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনার ও অ্যালামনাই রিয়াদ আরিফ এই ফলাফল ঘোষণা করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

কমিটি গঠনের আগে অ্যালামনাইদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘অ্যালামনাই নাইট ২.০’। এতে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের সহকারী অধ্যাপক ড. সরকার বারবাক কারমাল, সিনিয়র লেকচারার সৈয়দা সাদিয়া মেহজাবিনসহ শতাধিক অ্যালামনাই উপস্থিত ছিলেন।

২০২০ সালে ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত ৩ শতাধিক অ্যালামনাই এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়েছেন। এমএসজে বিভাগের সাবেক শিক্ষার্থীরা বিশ্বের যে কোন প্রান্ত থেকে এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারেন। যেন জীবনের রঙিন অধ্যায়গুলোর শুরু হয়েছিল যেখানে, সেখানে ফিরে আসা যায় বারবার। যোগাযোগ করতে পারেন এমএসজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে।