সাইবার নিরাপত্তা ও প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতায় সাফল্য বয়ে এনেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী। রোববার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এর কৃতি শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ মো. সুজন আলী, অধ্যাপক মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, আইসিপিসি প্রতিযোগিতার দলনেতা আরাফাত হোসেন, সাইবার নিরাপত্তা প্রতিযোগিতার দলনেতা ইউসুফ আব্দুল্লাহ ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় পর্যায়ে ভাল ফল অর্জন করে নজরুল বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করায় উপাচার্য প্রতিযোগীদের সাধুবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে এ ধরনের প্রতিযোগিতায় সাফল্য অর্জনের কোনো বিকল্প নেই। শিক্ষক-শিক্ষার্থীদের এক সঙ্গে থেকে ভাবমূর্তি উন্নয়নে কাজ করে যেতে হবে। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।
উল্লেখ্য, শনিবার (৪ নভেম্বর) রাজধানীর মিরপুরের বিউবিটি ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘কেএনইউ-সুই-জেনেরিক্স’ দলটি ২৪৮১টি দলের মধ্যে ৯৬তম স্থান অর্জন করে এবং ময়মনসিংহ বিভাগ পর্যায়ে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে একই দিনে এমআইএসটি ক্যাম্পাসে ‘ফ্লাগ হান্ট ২০২৩’ শীর্ষক সাইবার নিরাপত্তা প্রতিযোগিতায় অংশ নেওয়া ২৩০টি দলের মধ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘সাইবার নাইটস’ দলটি দ্বিতীয় ও ‘ক্রাকার্স’ দলটি ২৩তম স্থান অর্জন করে।