ক্যাম্পাস

আবারও যাত্রা শুরু সিকৃবি ডিবেটিং সোসাইটির

প্রায় পাঁচ বছর নিষ্ক্রিয় থাকার পর নতুন করে যাত্রা শুরু করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ‘এসডিএফ আইভি ২০২৩’ বিতর্ক প্রতিযোগিতায় সিকৃবির ‘সাউডিএস অনিন্দ্য’ দল রানার্স আপ হয়।

সিকৃবির ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাগর জানান, ‘একটি মৃতপ্রায় সংগঠনকে আমরা অনেক পরিশ্রম করে অ্যাকটিভ করেছি। প্রায় তিন মাস টানা পরিশ্রমের পর একটা বড় অর্জন আসলো।’

দুই সহ-বিতার্কিক আফিফা রহমান ও তাসনিম সায়েম সাকিবের প্রশংসা করে তিনি বলেন, ‘বরাবরের মতোই আফিফা ছিলেন অসাধারণ। তার বক্তৃতা ছিল জ্ঞানগর্ভ এবং যুক্তিগুলো ছিল কঠিন। তার দলগত কাজ প্রতিটি বিতর্ককে প্রাণবন্ত করেছে। পাশাপাশি সাকিব আমাদের সংগঠনের অন্যতম সেরা বিতার্কিক। সাম্প্রতিক বিতর্ক টুর্নামেন্টগুলোতে সাকিব ছিলেন অপ্রতিরোধ্য।’

সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, এ বছরের অ্যাভিয়েট প্রেজেন্টস অ্যাবরোড এসডিএফ আইভি ২০২৩ প্রতিযোগিতায় আটটি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের ১৮টি দল অংশ নেয়। ৩ ও ৪ নভেম্বর এই প্রতিযোগিতা নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘এসইউডিএস মুক্তমঞ্চ’।