নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে অংশ নিতে লিফলেট বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর কাজলা এলাকা থেকে কেডি ক্লাবের মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করেন তারা।
এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুদ্দীন চৌধুরী সানিনের নেতৃতে সদস্য ফারুক হোসেন, বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নিশাত, শাখা ছাত্রদল কর্মী শাহ মুহাম্মদ কাফি, সামাদ মুবিন, শাওন, নাহিদ, রাফাতসহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
লিফলেট বিতরণ শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব সামসুদ্দীন চৌধুরী সানিন বলেন, ‘বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার গণভবনে বসে নির্বাচনের নামে বানরের রুটি ভাগাভাগির খেলায় মেতে উঠেছে। তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশের মানুষের ভোটাধিকার হরণ করার উদ্দেশ্যে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের উপরে পাশবিক নির্যাতন চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক খোরশেদ আলম সোহেলসহ ১১ জন ছাত্রনেতাকে গ্রেফতার করে হাত বোমা ও গান পাউডার উদ্ধারের মিথ্যা নাটক মঞ্চস্থ করেছে। আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই, বন্দুকের নল দিয়ে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের বিজয় অবশ্যম্ভাবী। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঘরে ফিরে যাবে না।'