মহাকালের পরিক্রমায় প্রকৃতির অমোঘ নিয়মে পুরোনো বছর শেষে আসে নতুন বছর। সেই ধারাবাহিকতা মেনে বিদায়ের পথে আরও একটি বছর। নানা ঘটনা, দুঃখ-কষ্ট আর প্রত্যাশা-প্রাপ্তির টানাপোড়েনের পুরোনো বছরকে বিদায় দিতেই নতুন বছরের আগমন ঘটে। নানা ঘটনা, আলোচনা-সমালোচনায় পার হচ্ছে আরেকটি বছর।
তেমনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বছর জুড়ে ঘটে গেছে বেশ কিছু আলোচিত-সমালোচিত ঘটনা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উল্লেখযোগ্য আলোচিত-সমালোচিত ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব।
বিশ্বসেরা গবেষকের তালিকায় ৬১ শিক্ষক
বিশ্বসেরা গবেষকদের তালিকায় ইবির ৬১ জন শিক্ষক স্থান পেয়েছেন। আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত-২০২৩ সালের একটি তালিকা সূত্রে এ তথ্য জানা যায়। এ তালিকায় দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন।
রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার
গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে গণরুমে ফুলপরী খাতুন নামে এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগ নেত্রীসহ পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে। এর দায়ে ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচজনের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা মোতাবেক তাদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
স্থায়ী বহিষ্কৃতরা হলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, একই বিভাগের ২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান মিম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।
নিয়োগ নিয়ে উপাচার্যের অডিও ফাঁস
গত ১৬ ফেব্রুয়ারি থেকে কয়েক মাসে পৃথক পৃথক ফেসবুক আইডি থেকে উপাচার্যের কণ্ঠ সদৃশ অন্তত ১০টি অডিও ভাইরাল হয়। ফাঁস হওয়া অডিওগুলো বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত। যেখানে নিয়োগের সাক্ষাৎকারে চাকরির প্রশ্নফাঁস, নিয়োগ অর্থ লেনদেন সংক্রান্ত কথোপকথন ও শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে নেতিবাচক মন্তব্য শোনা যায়। তবে অডিও’র অপর প্রান্তে থাকা ব্যক্তির কথা শোনা যায়নি।
চিকিৎসা কেন্দ্রে ভাঙচুর, বহিষ্কার ৩
চলতি বছরের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা গ্রহণ করতে যান আইন বিভাগের শিক্ষার্থী রেজোয়ান সিদ্দিক কাব্য। এ সময় কর্ত্যবরত চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান মিল্টন তাকে ইনজেকশন দেন। এর আধাঘণ্টা পর তাকে অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া পাঠানোর জন্য ডাক্তারের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন কাব্য। ডাক্তার তাকে গুরুত্বর পরিস্থিতি ছাড়া অ্যাম্বুলেন্স দেওয়া হয় না জানালে চিকিৎসা কেন্দ্রের অফিসের টেবিল-চেয়ার ভাঙচুর করেন এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার শাহিনুজ্জামানকে মারধর করেন কাব্য ও তার সঙ্গীরা। অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রশৃঙ্খলা কমিটির মিটিংয়ে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, আইন বিভাগের ছাত্র রেজোয়ান সিদ্দিক কাব্য, র্যাগিংয়ের ঘটনায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হিশাম নাজির শুভ এবং মিজানুর রহমান ইমন।
শোকের মাসে মারামারি, ছাত্রলীগের ৮ কর্মী বহিষ্কার
গত ২০ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার করে শাখা ছাত্রলীগ। বহিষ্কৃতরা হলেন, জিয়া হল ও ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির খান, আইন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম রেজা, ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব মাসুদ অনুভব, আব্দুল কাদের ও আইন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী পারভেজ হোসেন বানাত। রাসেল হল ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিক কুরাইশী। বঙ্গবন্ধু হল ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুন ও ফিন্যান্স বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন আজাদ।
র্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার
গত ৯ সেপ্টেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এক নবীন শিক্ষার্থী লিখিতভাবে র্যাগিংয়ের অভিযোগ করেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের পাঁচ ছাত্রের বিরুদ্ধে। তদন্ত করতে গিয়ে উভয় কমিটি ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় তিনজনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার পুলক, শেখ সালাউদ্দীন সাকিব ও সাদমান সাকিব আকিব।
সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত ৭ শিক্ষার্থী
গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাতজন শিক্ষার্থী। সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ফাতেমা জান্নাত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রুবাইয়া ইয়াসমিন, মারিয়া সুলতানা, ২০১২-১৩ শিক্ষাবর্ষের সেলিনা শেলী, ২০১০-১১ শিক্ষাবর্ষের ফারজানা ইভা, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসেন এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসাদুজ্জামান নুর।
খেলাকে কেন্দ্র করে দফায় দফায় মারামারি, আহত ১২
গত ২১ নভেম্বর খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১২ জন আহত হয়। আহতরা হলেন- ২০১৯-২০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ফারহান লাবিব ধ্রুব, মার্কেটিং বিভাগের হাফিজ, ফিন্যান্স বিভাগের জ্যাকি ও সিয়াম, অর্থনীতি বিভাগের সাদি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাফি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ইবি ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি জিয়ন সরকার ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম এবং আরবি সাহিত্য বিভাগের মেজবাহুল ইসলাম।
ছাত্রলীগ সভাপতির নিয়োগ বাণিজ্যের অডিও ভাইরাল
গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার নিয়োগ বাণিজ্য নিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের অডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে নিয়োগপ্রাপ্ত এক ড্রাইভারকে চুক্তিকৃত ২০ লাখ টাকা প্রদান করতে চাপ দেয় আরাফাত। তবে এগুলোকে সুপার এডিটেড বলে দাবি করেন শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত।
বাংলা চ্যানেল পাড়ি দিলেন মুসা হাশেমী
বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেন মুসা হাশেমী। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ২৮ ডিসেম্বর বাংলা চ্যানেলের ১৮তম আয়োজনে টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন তিনি।