ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়: আলোচিত ২০২৩

আরো একটি নতুন বছর যুক্ত হতে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায়। ২০২৩ শেষ হয়ে আসছে নতুন বছর ২০২৪। আমরা এখন ফিরে তাকাব ২০২৩ সালে নজরুল বিশ্ববিদ্যালয়ের সব আলোচিত সমালোচিত ঘটনাগুলোর দিকে।

এক বছরে দুই ব্যাচ

এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে দুটি নতুন ব্যাচের শিক্ষার্থী।  বছরের শুরুতে ৩১ জানুয়ারী ওরিয়েন্টেশন হয় ২০২১-২২ সেশন তথা বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচ এবং সেপ্টেম্বরে আসে আরেকটি নতুন ব্যাচ ২০২২-২৩ সেশন তথা বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচ। একই বছরে দুই ব্যাচের প্রবেশ এবং ১৭ তম ব্যাচের ওরিয়েন্টেশনের পরপর  কিছু র‍্যাগিং এর ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাস জুড়ে বড় পরিসরে এন্টি র‍্যাগিং প্রচারণা  শুরু হয়। এদিকে এন্টি র‌্যাগিং নিয়ে অল্প কিছুদিন আগে গঠিত নতুন প্রক্টরিয়াল বডির তৎপরতা ব্যাপক প্রশংসা পায়।

ছাত্রলীগের কমিটি

২০২৩ সালে নজরুল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে আলোচনা -সমালোচনার বিষয় ছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি। বহু নাটকীয়তার পর সেপ্টেম্বরে বিলুপ্ত করা হয় ছয় বছরেরও বেশি বয়সী শাখা ছাত্রলীগ কমিটি। এর আগে সম্মেলন আয়োজনের তারিখ ঘোষণা করা হলেও তা সম্ভব হয়নি। পরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীসভা হলেও আজও ঘোষিত হয়নি নতুন কমিটি।

জলাবদ্ধতা

অক্টোবরের শুরুতে বিশ্ববিদ্যালয় এক বিরল জলাবদ্ধতার কবলে পরে। টানা ৩ দিনের অতিবৃষ্টিতে প্লাবিত হয় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, অভ্যন্তরিণ রাস্তা, সংযোগ সড়কসহ সমগ্র বিশ্ববিদ্যালয়। এ সুযোগে শুরু হয় মাছ ধরার মহোৎসব। একাডেমিক ভবনের সিড়িতে, ভাস্কর্যের পাদদেশে এমনি হলের করিডরে বসে বসেও মাছ ধরতে দেখা যায় অনেককে। অবশ্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির গ্রাউন্ডফ্লোরে রাখা প্রায় এক লাখ পরিক্ষার খাতাসহ বেশ কিছু সম্পদ নষ্ট হয়।

ধ্রুব ৭২ এবং অঞ্জলি লহ মোর

১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রথম সংবিধান কেন্দ্রিক স্মারক-স্থাপনা ধ্রুব ৭২ সংবিধান আঙিনার উদ্বোধন করা হয়েছে । যেখানে চারটি স্তম্ভের মাধ্যমে ১৯৭২ সালের সংবিধানের মূলমন্ত্রগুলো নির্দেশ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের পুকুর সংস্কার করে পুকুরের পাড়ে স্থাপন কর হয়েছে ব্যাতিক্রমী এবং দৃষ্টিনন্দন ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য। এরকম ব্যাতিক্রমী স্থাপনার ধারনা নেওয়া হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত থেকে।

আন্তর্জাতিক সম্মেলন ও জয়নুল উৎসব

বছরের মাঝামাঝি  ৫ ও ৬ জুন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে দেশি- বিদেশি অতিথিদের পদচারণা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এছাড়া চলতি বছরেই প্রথমবারের মত নজরুল বিশ্ববিদ্যালয় বড় পরিসরে  আয়োজন করে জয়নুল উৎসবের। ২৯ ডিসেম্বর শীতকালীন ছুটির মধ্যে পড়ায় ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চারুকলা অনুষদ আয়োজন করে এই জয়নুল উৎসব।

নতুন কোষাধ্যক্ষ

দীর্ঘ প্রায় এক বছর শূন্য থাকার পর কোষাধ্যক্ষ পায়  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ৯ আগস্ট  রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউর রহমানকে নিয়োগ দেওয়া হলো।

ক্যাম্পাস জুড়ে সিসি ক্যামেরা

এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩৫০টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একাডেমিক ভবন থেকে শুরু করে আবাসিক হল, খেলার মাঠ, ক্যাফেটেরিয়াসহ বিশ্ববিদ্যালয়ের সবকিছু আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়।

কুয়াশা উৎসব

করোনা ভাইরাস জনিত কারণে কয়েক বছর বিরতির পর এ বছর আবার অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড খ্যাত কুয়াশা উৎসব। ১০ ডিসেম্বর সন্ধ্যায় ‘হারাবার আগে পায়ে মাখো শিশির, কুয়াশার মাঠে বাড়ুক প্রাণের ভিড়’- স্লোগানে  দিনব্যাপী কুয়াশা উৎসব-১৪৩০ বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে উদ্বোধন করেন বিশ্বিবদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

দুই দিনব্যাপী উৎসবে গান পরিবেশন করে ব্যান্ড দল সহজিয়া, মাদল, গঞ্জে ফেরেশতা। এছাড়াও গান পরিবেশন করবে মুয়ীয মাহফুজ ও কফিল আহমেদসহ অন্যরা।