ক্যাম্পাস

ঢাকা স্কুল অব ইকোনোমিকক্সে দুই বিষয়ে মার্স্টাস করার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনোমিক্সে (ডিএসসিই) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ইন্টারপ্রেনারশিপ ইকোনোমিক্সে দুই বিষয়ে মার্স্টাস প্রোগ্রামের ভর্তি কাযক্রম চলছে।

বিষয়গুলো হলো- মাস্টার অব ইকোনোমিক্স ইন ডেভেলপমেন্ট এবং মাস্টার অব ইকোনোমিক্স ইন ইন্ট্রারপ্রেনারশিপ। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। গত ২৩ জানুয়ারি এ ডিএসসিই  ওয়েবসাইটে এ ভর্তি তথ্য সর্ম্পকে প্রকাশ করেছে।

আবেদন যোগ্যতা

বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ও দ্বিতীয় বিভাগে অনার্স (চার বছর মেয়াদি) অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আবেদন করতে অনলাইন ভর্তি ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবদেন ফি এক হাজার টাকা। যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে  ঢাকা স্কুল অব ইকোনোমিক্স ৪/সি, ইস্কাটন গার্ডেন রোড মগবাজার, ঢাকা-১০০০ ঠিকানায়।

বিস্তারিত www.dsce.edu.bd/headlines/admission-result-masters-programme-2023-24 এ লিঙ্কে গিয়েও জানা যাবে।