ক্যাম্পাস

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, ক্লাস বর্জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাভীর জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলে ক্লাস বর্জন করেছেন একই বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিভাগীয় চেয়ারপার্সনের অফিসের সামনে শিক্ষার্থীরা এ ক্লাস বর্জন কর্মসূচি পালন করে। এসময় বিভাগের চেয়ারম্যান, শিক্ষকরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সবসময় যৌন নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে ছিল। সম্প্রতি অধ্যাপক নাভীর জুনাইদ স্যারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এর তদন্তমাফিক সুষ্ঠু বিচার না করা পর্যন্ত আমরা সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করছি।

বিভাগের ১৬ তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, তার (অধ্যাপক নাভীর জুনাইদ) বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা বিভাগের শিক্ষার্থীরা এর সুষ্ঠু তদন্ত চাই। সাংবাদিকতা বিভাগকে নারীদের জন্য সুরক্ষিত বিভাগ হিসেবে গড়ে তুলতে চাই। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা বিভাগের সব অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন ঘোষণা করছি।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের শিক্ষক নাভীর জুনাইদ এর বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর প্রামাণসহ যৌন হয়রানীর অভিযোগ করেন। ভুক্তভোগীর অভিযোগ দায়ের করার পরপরই মূলত শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেন।