গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথমবারের মতো সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারী রিসার্চের (সিএমআর) উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। রোববার (১৮ ফেব্রুয়ারি) একাডেমিক ভবনের পঞ্চম তলায় এই পোস্টার প্রেজেন্টেশনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।
আয়োজনে মোট ২২টি গবেষণা কর্মের ফলাফলের পোস্টার প্রদর্শিত হয়। পাশাপাশি এসব গবেষণাগুলোর সারসংক্ষেপ বই উন্মুক্ত করা হয়। এই গবেষণায় ৬৮ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠানের উদ্যোক্তা এবং প্রধান সম্পাদক বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সভাপতি ড. ফুয়াদ হোসেন বলেন, ‘এই পোস্টার প্রেজেন্টেশন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সূচনা মাত্র। আমাদের প্রতি বিভাগেই পোস্টার প্রেজেন্টেশন হয়ে থাকে। প্রবীণ শিক্ষক থেকে নবীন শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেছে।’
অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ে শুরুতে গবেষণার পরিবেশ সীমিত ছিল। আমরা গবেষণার পরিবেশ সৃষ্টি করেছি। নিয়মিত পোস্টার প্রেজেন্টেশন করার আহ্বান জানাচ্ছি। বিভাগীয় প্রধানরা যেন তাদের শিক্ষকদের গবেষণা প্রকাশে আরও মনোযোগী হন। সবার গবেষণাপত্র লেখার মান যেন বৃদ্ধি হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা রিসার্চ বাজেট বাড়িয়ে গবেষণামূলক পরিবেশ সৃষ্টি করবো।’
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘আমাদের দেশে মানসম্মত শিক্ষক কম। আমরা মানসম্মত শিক্ষক নিয়োগের চেষ্টা করছি। আমাদের গবেষণা করার ব্যবস্থা আছে। এজন্য একটা রিসার্চ সেন্টার ল্যাব করার চেষ্টা করছি। লেখাপড়ার পাশাপাশি গবেষণার প্রয়োজন রয়েছে। এতে শিক্ষার্থীরা আরও বেশি জ্ঞানার্জন করবে।’
সিএমআরের পরিচালক ডা. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেস, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এতে সেরা পাঁচ পোস্টার প্রেজেন্টারকে পুরষ্কৃত করা হয়।