ক্যাম্পাস

জবি ছাত্রদলের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ 

দেশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেছে। শনিবার (৯ মার্চ) ক্যাম্পাস সংলগ্ন জজকোর্ট, ন্যাশনাল হাসপাতাল রোড ও জনসন রোডে তারা এ কর্মসূচি পালন করে।

দেশজুড়ে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এরই প্রতিবাদে জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

গণসংযোগের শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ভোটবিহীন ডামি সরকার জনগণের উপর প্রতিশোধ নিতেই সব জিনিসপত্রের মূল্য সরকারের নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে লাগামহীনভাবে বৃদ্ধি করছে। এ পরিস্থিতিতে দেশের শিক্ষা উপকরণের মূল্য নাগালের বাইরে চলে গেছে। ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যকর্ম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে।

এসময় গণসংযোগে শাখা ছাত্রদলের সহ-সভাপতি এমএ ফয়েজ, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান রুমি, ওয়াহিদুজ্জামান তুহিন, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, সহ-সাধারণ সম্পাদক আরমান হোসেন, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ উপস্থিত ছিলেন।