আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় চিত্র প্রদর্শনী প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুরাধা দেবী। শুক্রবার (৭ মার্চ) ঢাবির চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারীতে মাসব্যাপী আয়োজিত এ চিত্র প্রদর্শনীর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
‘ইনবেস্ট ইন উইমেন,এক্সিলারেট প্রোগ্রেস’- প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ ও প্ল্যাটফর্ম এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের ৩০০ জনের মধ্যে চুড়ান্তভাবে ৩০ জনকে বাছাই করা হয়। তাদের মধ্যে দ্বিতীয় হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থী অনুরাধা দেবী।
তিনি বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি পুরস্কার হিসেবে নগদ ৫০ হাজার টাকা, সনদ, ক্রেস্ট ও একটি গিফট কার্ড পেয়েছেন।
অনুরাধা দেবী তার চিত্রকর্মের নাম দিয়েছেন 'মেটামরফোসিস এন্ড দ্যা এক্সিটেন্স।' এর ব্যাখা জানতে চাইলে তিনি বলেন, 'বৈচিত্র্যময় এ জগতে সভ্যতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারী সত্ত্বার উপর সমাজের পুরুষতান্ত্রিক জনগোষ্ঠীর একটি বিশাল প্রভাব বিস্তার করছে। ফলে নারীদের সাধারণ জীবন সংকটময় পরিস্থিতির শিকার হচ্ছে। সেসব প্রতিকূল ও সংকটময় পরিস্থিতি থেকে নিজেকে টিকিয়ে রাখতে ইচ্ছার বিরুদ্ধে রোজ যেভাবে পরিবর্তিত হতে হচ্ছে, মূলত তারই বহিঃপ্রকাশ এই শিল্পকর্ম।'
অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, আমার এই চিত্রকর্মটি করোনার সময় আঁকছিলাম। ভাবিনি এটা শেষ পর্যন্ত এতদূর যাবে। প্রতিযোগিতায় আবেদন করেছিলাম একদম শেষের দিকে। এতোটাও আশা ছিল না আমার। এই অর্জনে অনেক অনুপ্রাণিত। আমার বিশ্ববিদ্যালয় ও বিভাগকে দেশব্যাপী পরিচিতি দিতে পেরে আমি অনেক আনন্দিত। আরও একটা বিষয়টা ভাবতে ভালো লাগছে যে, জাতিসংঘের ইউএন উইমেনের সংগ্রহে সেরা তিনটি চিত্রকর্ম থাকবে, যার মধ্যে আমারটা অন্যতম।
এই চিত্রশিল্প প্রদর্শনীতে পার্টনার হিসেবে ছিল আইএসএইচও এবং সহযোগিতায় ইউএন উইমেন।
বিভাগের শিক্ষার্থীর এই অর্জনের বিষয়ে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি ড. মো. আবদুস সালাম বলেন, এই প্রতিযোগিতার বিষয়ে বিভাগকে কিছু জানানো হয়নি। তবে সারাদেশের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যে সুষ্ঠুভাবে কার্যক্রম করে আসছে, সেটা আরও একবার আমাদের সামনে প্রতীয়মান হলো। আর সাধারণত পড়াশোনা চলাকালে শিক্ষার্থীরা এরকম পুরস্কার কমই পায়। সেই জায়গা থেকে এই অর্জন আমাদেরই একটা বড় সাফল্য বলে মনে করছি।