চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে (চবি) স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। এতে ৭১.৪০ শতাংশ শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।
মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫৭ হাজার ৭৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। পাসের হার ২৮.৭ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৪০ হাজার ৬৯২ জন। ফেলের হার ৭১.৩ শতাংশ। ।
উল্লেখ্য যে, গত ৯ মার্চ চট্টগ্রামসহ তিনটি বিভাগীয় শহরে চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারই প্রথম চবির ভর্তি পরীক্ষা চট্টগ্রামের বাইরে দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।