ক্যাম্পাস

ইবিতে আল কুরআনের নন্দনতত্ত্ব বিষয়ক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আল কুরআনে নন্দনতত্ত্ব একটি পর্যালোচনা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার লাইব্রেরিতে এর আয়োজন করা হয়।

সেমিনারে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়ার আলী। 

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সালাম, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও অধ্যাপক ড. কাউছার মোহাম্মদ বাকী বিল্লাহ।

এ সেমিনারে গবেষক হিসেবে ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম।