সারাদেশে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে এবং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা সংস্কারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় থেকে ওই মশাল মিছিল শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মিছিলটি আব্দুল জব্বার মোড় থেকে শুরু হয়ে টিএসসির সামনে দিয়ে কেআর মার্কেট হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চে সারা দেশে বিভিন্ন জায়গায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে, পঞ্চম দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে আন্দোলন করে শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় ৬ ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।