ক্যাম্পাস

হামলার আতঙ্কে হল ছাড়ছেন ববি শিক্ষার্থীরা

কোটা আন্দোলনে দেশের বিভিন্ন যায়গায় হামলার শিকার হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগের হামলার আতঙ্কে হল ছাড়ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই হল ছেড়ে যেতে দেখা যায় অনেক শিক্ষার্থীদের।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই আতঙ্কে আছে ববির কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ছাত্রলীগের হামলার আভাস পাওয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ‘লিংকার্স বরিশাল বিশ্ববিদ্যালয়’ নামক ফেসবুক গ্রুপে নানা পোস্টের মাধ্যমে হামলার আভাসের তথ্য দিচ্ছেন শিক্ষার্থীরা। এতে আতঙ্কিত হয়ে হল ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন বহু শিক্ষার্থী। তাদের ধারণা, ববি ছাত্রলীগের কমিটি না থাকায় মহানগর থানা ছাত্রলীগ হামলা করতে পারে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী পল্লব বলেন, এখানে থাকাটা নিরাপদ নয়। তাছাড়া আমাদের থেকে বেশি চিন্তায় থাকছেন আমাদের পরিবারের লোকেরা। গত দুদিন ধরেই হামলার আভাস পাওয়া যাচ্ছে। আমরা হলের ভিতরে যথেষ্ট প্রস্তুতি নিয়ে ছিলাম। তবে এমন আতঙ্কে এবং পারিবারকে চিন্তার রেখে হলে থাকা যায় না। দেশের সার্বিক পরিস্থিতি দেখে বাসায় যাওয়ার জন্যে বাবা-মা বহুবার ফোন দিয়েছেন, তাই চলে যাচ্ছি।

শেরে বাংলা হলের ২০২১-২২ সেশনের আরেক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, সারা দেশের পরিস্থিতি ভালো না। চারদিকে মারামারি হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে অনেক শিক্ষার্থীকে শহিদ করা হয়েছে। দেশে মনে হচ্ছে ৫২’র ভাষা আন্দোলন নেমে এসেছে। এতোদিন আন্দোলনে ছিলাম, তবে জীবনের থেকে বড় কিছুই নয়। পরিবার আমার মুখের দিকে চেয়ে আছে, তারা চিন্তা করছে। চারদিক থেকে হলে হামলার আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কখন কি হয় বলা যায় না। এজন্য হলে থাকা কোনোভাবেই নিরাপদ নয়।

উল্লেখ, প্রতিষ্ঠার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ছাত্রলীগের কোনো কমিটি দেওয়া হয়নি। তবে ছাত্রলীগ দাবি করে অনেকেই রাজনীতি করেন ক্যাম্পাসে।