বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো ছাড়তে শুরু করেছেন আবাসিক শিক্ষার্থীরা। তবে হল বন্ধ করা হবে কিনা, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার (১৭ জুলাই) জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে শুরু হয় সিন্ডিকেট সভা। সেখানে আলোচনা শেষে চবি প্রশাসন বিস্তারিত সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে।
এদিকে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই হল ত্যাগ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ব্যাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হতে দেখা গেছে। অনেককে সড়কের পাশে যানবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।
হল ত্যাগ করা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহত হওয়া নিয়ে সবার মধ্যে ভয় ও শঙ্কা বিরাজ করছে। এছাড়া ইউজিসির নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিবে- এমন চিন্তা করে হল ছাড়ছেন তারা।
ইতিহাস বিভাগের শহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসে কোনো ক্লাসই হয়নি। চলছে অচলাবস্থা। এদিকে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের হাতে শিক্ষার্থী নিহত হলো। সব নিয়ে আমরা শঙ্কায় আছি। তাই বাড়ি ফিরছি।