ক্যাম্পাস

‘আয়নাঘরে গুম ছিল’ বলে আশঙ্কা সমন্বয়কদের

‘আয়নাঘরে গুম ছিল’ বলে আশঙ্কা সমন্বয়কদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক টাইমলাইনে দেওয়া স্ট্যাটাসে নিজের গুম হওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘গুম করে হয়তো এই আয়নাঘরেই রেখেছিল ৪ দিন। বীভৎস অন্ধকার দিনগুলো।’

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৯টা ২০মিনিটে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি এভাবে আয়নাঘরে থাকার আশঙ্কা প্রকাশ করেন।

আরেক সমন্বয়ক নাহিদ ইসলামও বুধবার (৭ আগস্ট) রাত ৮টা ১৬ মিনিটে তার ফেসবুক স্ট্যাটাসে একই বিষয় উল্লেখ করেছেন। সেখানে তিনি লেখেন, ‘আমাকে গুম করে ২৪ ঘণ্টার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এই কথিত আয়নাঘরে। স্বাধীন বাংলাদেশে আমরা কোনো আয়নাঘর দেখতে চাই না।

ইতোপূর্বে অনেকে কথিত আয়নাঘর থেকে নিজ বাড়িতে ফিরছেন। তাই আয়নাঘর নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সচেতন মহলে।