ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করে সদ্য পদত্যাগী প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।
জানা গেছে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখভালের দায়িত্ব থাকে প্রক্টরিয়াল বডির ওপর। বহিরাগতদের থেকে ছিনতাই রোধসহ নানা কার্যক্রমে প্রক্টরিয়াল টিমের সদস্যরা বড় ভূমিকা রেখে আসছিলেন। তবে তাদের কারো কারো বিরুদ্ধে হকারদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যেত শিক্ষার্থী ও হকারদের কাছ থেকে।
এছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনাসহ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ রয়েছে অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানের নেতৃত্বে থাকা প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে।
এ সব ব্যর্থতার কারণে কোটা সংস্কার আন্দোলনের সময় থেকেই সাধারণ শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে শেখ হাসিনার সরকার পতনের পর পদত্যাগ করলেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।