ক্যাম্পাস

ইবিতে উপাচার্যসহ ৩ জনের পদত্যাগ

ইবিতে উপাচার্যসহ ৩ জনের পদত্যাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

সিন্ডিকেট সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ একযোগে শিক্ষা সচিবের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। 

তবে এ বিষয়ে ওই তিনজনের মন্তব্য পাওয়া যায়নি। তাদের ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।