পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অনাবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যারা বৈধভাবে হলে উঠতে ইচ্ছুক তাদের নির্দিষ্ট ফরম পূরণ করে হল অফিসে জমা দিতে বলা হয়েছে।
রোববার (১১আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সব অনাবাসিক ছাত্রদের আগামী বুধবার (১৪ আগস্ট) বিকাল ৫টার মধ্যে নিজ দায়িত্বে হলের রেজিস্ট্রার খাতায় এন্ট্রি করে মালামালসহ কক্ষ ফাঁকা করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ সময়ের মধ্যে কেউ কক্ষ ফাঁকা না করলে তার মালামালের দায়িত্ব হল কর্তৃপক্ষ বহন করবে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের যে সব শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আবাসিক হতে ইচ্ছুক, তারা আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে আগামী বুধবার (১৪ আগস্ট) পর্যন্ত সময়ের মধ্যে হল অফিস থেকে ১০০টাকা ফি দিয়ে আবেদন ফরম সংগ্রহ করে আগামী শনিবার (১৭ আগস্ট) হল অফিসে আবেদন ফরম জমা দেওয়া জন্য বলা হলো।