ক্যাম্পাস

বগুড়া পলিটেকনিকের অধ্যক্ষকে অপসারণ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহানকে বদলি করা হয়েছে। তাকে পলিটেকনিক ইন্সটিটিউট থেকে সরিয়ে কারিগরি অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের কেমিস্ট্রি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর আরিফুল ইসলাম।

এর আগে, রোববার (১১ আগস্ট) শিক্ষার্থীরা অধ্যক্ষ আবু সাইম জাহানের অপসারণের দাবিতে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আল্টিমেটাম দেয়। পরে তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করলে তাকে সেখানে সংযুক্ত করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়ক খোরশেদ রেজা বলেন, প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও শিক্ষার মান উন্নয়নে বাধা সৃষ্টি করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের নম্বর কর্তন, দুটি ফৌজদারী মামলা গোপন রেখে চাকরিতে যোগদান, শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে গেলে তাদের নাম লিখে রেখে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কেমিস্ট্রি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর আরিফুল ইসলাম বলেন, তিনি গতকালই কারিগরি শিক্ষা অধিদপ্তরে চলে গেছেন। বর্তমানে পলিটেকনিক ইন্সটিটিউটের রুটিন দায়িত্ব পালন করছেন মেকানিক্যাল বিভাগের প্রধান শফিউল আল আজিজ।