ক্যাম্পাস

আন্দোলনে আহত ২ শিক্ষার্থীকে অনুদান দিলো নোবিপ্রবি প্রশাসন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুজন শিক্ষার্থীর প্রত্যেককে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল এই চেক তুলে দেন।

অনুদান প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জাফর আহমেদ এবং অর্থনীতি বিভাগের কাউসার আহমেদ হিমেল।

এর আগে, গত জুলাই এবং আগস্ট মাসে নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের এ দুই শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে চোখ হারান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জাফর আহমেদ এবং গুরুতর আহত হয়ে পায়ে বড় ধরনের ফাটল ধরা পড়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কাউসার আহমেদ হিমেলের।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, প্রক্টর এএফএম আরিফুর রহমান, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) তামজিদ হোছাইন চৌধুরী প্রমুখ।