ক্যাম্পাস

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী কলেজে আলোচনা সভা ও র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে রাজশাহী কলেজে র‍্যালি, আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার  (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রেডক্রিসেন্ট ইউনিট, রোভার স্কাউট, বিএনসিসি ও রেঞ্জার ইউনিটের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কলেজের সদ্য নিয়োগ প্রাপ্ত  অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো: ইব্রাহিম আলী, রোটার‍্যাক্ট ক্লাবের আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ মো. নূরুল ইসলাম, রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক ড. হাসনা আরা, রেঞ্জার গাইড সদস্য মোছা. রোজিনা আফরোজ প্রমুখ।

র‍্যালি শেষে আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বিষয় সবার সামনে তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু এডিস মশা বাহিত ভাইরাস জনিত রোগ। এটি প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধে বাসা বাড়ির চারিপাশ পরিষ্কার ও পানি জমে এমন জিনিসপত্র সবসময় পরিষ্কার রাখতে হবে। তাছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হয়ে ডেঙ্গু প্রতিরোধের উন্নত চিকিৎসা নিতে হবে। ডেঙ্গু রোগে আক্রান্ত হলে ভয় না পেয়ে উপযুক্ত চিকিৎসা গ্রহণের মাধ্যমে ডেঙ্গুকে জয় করতে হবে।

এসময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে দেশের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানিয়ে বলেন, সবার জায়গা থেকে সচেতন হয়ে পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিন।