ক্যাম্পাস

চবিতে ৭ দিনের ছুটি ঘোষণা

দুর্গাপূজা, শরৎকালীন ছুটি এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সাতদিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ ছুটি চলবে বলে জানা গেছে।   সোমবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেজিস্ট্রার দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ অক্টোবর (বুধবার) থেকে ১৫ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।

আবাসিক হলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, বন্ধের সময় সব হল নিয়মিত ব্যবস্থাপনায় খোলা থাকবে। তবে হলের অফিসিয়াল কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।