ক্যাম্পাস

১৭ বছরে পা দিলো বেরোবি

২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর শহরের অদূরে পার্ক মোড় এলাকায় ৭৫ একর জমি নিয়ে যাত্রা শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আজ শনিবার (১২ অক্টোবর) ১৭ বছরে পা রেখেছে এ বিশ্ববিদ্যালয়টি। 

জানা যায়, ২০০৯ সালের ৪ এপ্রিল মাত্র ৩০০ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক নিয়ে রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকায় টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর ২০১১ সালের ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

বর্তমানে এ ক্যাম্পাসে ছয়টি অনুষদের অধীনে ২২টি বিভাগে শিক্ষাদান কার্যক্রম চলছে। এছাড়া উচ্চতর গবেষণার জন্য রয়েছে ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট।

বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ১৯৫ জন। শিক্ষার্থী প্রায় সাড়ে ৮ হাজার। নির্মাণাধীন একটি ছাত্রী হলসহ মোট চারটি আবাসিক হল, প্রশাসন ভবন, চারটি অ্যাকাডেমিক ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, মসজিদ, ক্যাফেটেরিয়া ভবনসহ আবাসিক স্থাপনা রয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে ৩৫০ প্রজাতির ৪০ হাজার ফলজ, বনজ, ঔষধি ও দুর্লভ প্রজাতির বিভিন্ন গাছ। ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে ঢুকলেই দেখা মিলবে কৃষ্ণচূড়া সড়ক। এ সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া গাছ ডালপালা মেলে ধরেছে। দেবদারু সড়কের গাছগুলো মন কেড়ে নেয় যে কারও। এছাড়াও একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ভিসি রোড সর্বত্রই দেখা মেলে সবুজ সারির মনোরম দৃশ্য। গাছের ছায়াঘেরা এ ক্যাম্পাসটি অল্প দিনেই সবুজ ক্যাম্পাস হিসেবে খ্যাতি লাভ করেছে।

উল্লেখ্য, দেশ স্বাধীন হওয়ার পর থেকে রংপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে। বিভিন্ন সরকারের আমলে রংপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাবনা থাকলেও সফলতার মুখ দেখেনি। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রংপুর বিশ্ববিদ্যালয় নামে দেশের ৩০তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়। নানান ঘটনার স্বাক্ষী হয়ে বিশ্ববিদ্যালয়টি পার করেছে ১৬ বছর।