ক্যাম্পাস

ছাত্র আন্দোলনে শহিদ সাজিদের বোনকে চাকরি দিলো জবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে 'জুনিয়র প্রোগ্রামার' পদে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রোববার (২০ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শহিদ সাজিদের পরিবার ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ফারজানা হককে এ চাকরি দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন তিনি। পরবর্তীতে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।