ক্যাম্পাস

নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করতে চায় কুবি

দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি প্রক্রিয়া থেকে বের হয় নিজস্ব পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ৩টায় রাইজিংবিডি ডটকমের সঙ্গে একান্ত আলাপচারিতায় এ আগ্রহের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।

তিনি বলেন, ইউজিসিতে উপাচার্যদের মিটিংয়ে গুচ্ছের বিষয়টি নিয়ে আমি স্পষ্টভাবে আলোচনা করেছি। দায়িত্ব গ্রহণের পরই ইউজিসিকে জানিয়েছিলাম, আমরা আর গুচ্ছের মত দীর্ঘ ভর্তি প্রক্রিয়ায় থাকতে চাই না। সামনের বছর গুচ্ছের ভর্তি প্রক্রিয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে না।

তিনি আরও বলেন, এ প্রক্রিয়ায় প্রচুর সময়ক্ষেপণ হয়, এজন্য আমরা এখানে থাকব না। নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চাই। তবে ইউজিসির অফিসিয়াল সিদ্ধান্ত কী আসবে জানি না। কতদিন পর সিদ্ধান্ত আসবে সেটাও জানি না।